ধর্মপাশায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ০৪, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন



ধর্মপাশায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর দক্ষিণহাটি গ্রামের বাসিন্দা ও একটি মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল হাশিমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে সিলেট শহরের বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর দক্ষিণহাটি গ্রামের আবদুল হাশিমের বিরুদ্ধে ২০১৮ সালের ১৩ এপ্রিল সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। শুক্রবার সকাল ৭টার দিকে সিলেট শহরের বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এসএ/আরআর-০৬