ধর্মপাশায় তরুণীকে 'ধর্ষণ', অভিযুক্ত গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ০৪, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন



ধর্মপাশায় তরুণীকে 'ধর্ষণ', অভিযুক্ত গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২ সেপ্তেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই তরুণীর মা (৪২) বাদী হয়ে উপজেলার লামা মেউহারী গ্রামের শাকিল মিয়াকে (২২) আসামি করে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতনে আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন। মামলার পর বিকেল ৫টার দিকে লামা মেউহারী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে আসামি শাকিলকে গ্রেপ্তার  করেছে ধর্মপাশা থানার পুলিশ।

ধর্মপাশা থানার পুলিশ ও ধর্ষণের শিকার তরুণীর পরিবারসূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা ওই তরুণী নিজেদের পালিত একটি ছাগল খুঁজে আনতে গিয়ে ঘর থেকে বের হন। ওইদিন বেলা ২টার দিকে নিজ গ্রামের খানিকটা অদূরে থাকা একটি পুকুরপাড়ে গেলে উপজেলার লামামেউহারী গ্রামের শাকিল মিয়া ওই তরুণীকে ভয়-ভীতি দেখিয়ে জোর করে পুকুরপাড় সংলগ্ন ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। তরুণীকে খুঁজে আনতে গিয়ে তরুণীর মা ও ছোটভাই (১৬) ধর্ষণ করার দৃশ্যটি দেখে ফেললে শাকিল মিয়া দ্রুত সেখান থেকে পালিয়ে  যান।            

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি শাকিল মিয়াকে শনিবার সকালে আদালতে পাঠানো হবে।


এসএ/আরআর-০৮