শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৪, ২০২১
০৭:০৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০৭:০৯ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজগাও গ্রামে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই মো. কাওছার মাহমুদ তোরণ, এসআই মো. হামিদুর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একবছর দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. রুমেল মিয়া (৩২) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রুমেল শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাও গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান গ্রেপ্তারকৃত আসামি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিল, দীর্ঘদিন পরে সে ধরা পড়েছে।
এস ডি/বি এন-০৭