ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ০৫, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২২ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই ইউনিয়নের প্রায় ৪ হাজার গ্রাহককে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নটি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে রয়েছে। এ ইউনিয়নের হাজীপুর গ্রামের সামনে বৌলাই নদী হয়ে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে একটি লঞ্চ হাওর ভ্রমণকারীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরের দিকে যাচ্ছিল। ওই লঞ্চটির মাস্তুলের সঙ্গে বৌলাই নদের একপাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে টানানো তারের টান লাগে। এতে ওই লাইনে থাকা বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পড়লে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই লঞ্চটিকে স্থানীয় লোকজন নৌকাযোগে ধাওয়া করলেও লঞ্চের উপরে থাকা আইনশৃঙ্খলাবাহিনীর পোশাক পরিহিত কয়েকজনকে দেখতে পেয়ে তারা ফিরে আসেন। পরে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হলে তারা শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হন। এতে গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নে গতকাল শুক্রবার রাত ৮টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সরবরাহ বন্ধ ছিল। টানা ২২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আমার ইউনিয়নের ৪ হাজার বিদ্যুৎ গ্রাহককে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন বিদ্যুৎ সরবরাহ করায় ইউনিয়নবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এসএ/আরআর-০৫