শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৫, ২০২১
০৭:৫১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
০৮:১২ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আব্দুল হামিদ সেবুল (২৭) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। আব্দুল হামিদ সেবুল একজন পোল্ট্রি মুরগি ব্যবসায়ী।
জানা যায়, গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে উপজেলার শায়েস্তাগঞ্জে মুরগির খাবার আনার উদ্দেশ্য রওনা হলে এখন পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেনি।
আব্দুল হামিদ সেবুল এর বড় ভাই আব্দুল হান্নান জানান, তার ছোট ভাই সেবুল শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পোল্ট্রি খামারের মালামাল ক্রয় করার জন্য বাড়ি থেকে শায়েস্তাগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা করেছিলেন, এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি, এদিকে তার ব্যবহৃত মোবাইলটি ও বন্ধ রয়েছে।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর) তার সন্ধান কামনা করে শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি করা হয়, যার নাম্বার ২০২।
যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে শায়েস্তাগঞ্জ থানা অথবা এই নাম্বারে ( ০১৭২৮৭৫৭৬৩৮) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
এস ডি/বি এন-০৬