ধর্মপাশায় কৃষক-কিষাণিদের প্রশিক্ষণ শুরু

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ০৫, ২০২১
১০:৫২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
১০:৫২ অপরাহ্ন



ধর্মপাশায় কৃষক-কিষাণিদের প্রশিক্ষণ শুরু

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে বসতবাড়িতে সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ক দুইদিনব্যাপী কৃষক-কিষাণি প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

এতে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ, ধর্মপাশা সদর, সেলবরষ ও পাইকুরাটি এই ৫টি ইউনিয়নের ১৫টি পরিবারের ৩০ জন কৃষক-কিষাণি অংশ নেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আছেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।


এসএ/আরআর-০৫