হবিগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, ৬ দালালকে জেল-জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৫, ২০২১
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২১
১০:৪৭ অপরাহ্ন



হবিগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান, ৬ দালালকে জেল-জরিমানা

হবিগঞ্জ জেলা পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৬ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-৯ এর লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ও সিনিয়র এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

র‍্যাব জানায়, হবিগঞ্জের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক মো. শিরু চৌধুরীকে (৪৭) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, মো. টেনু মিয়াকে (৪২) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, মো. আব্দুর রহিমকে (৪২) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, মো. হাবিবুর রহমানকে (৩৮) ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, মো. বাছির মিয়াকে (৪৫) ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং জামাল আহমেদকে (৪১) ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এসআর/আরআর-০৭