তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৬, ২০২১
১০:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৬, ২০২১
১০:২৪ অপরাহ্ন



তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ মো. নুরুল হক (২৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের মো. সোবহানের ছেলে। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাউড়েরগড় বিওপির একটি বিশেষ টহল দল লাউড়েরগড় থেকে তাকে আটক করে। এ সময় ওই যুবকের কাছ থেকে ৭ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

উপজেলার লাউড়েরগড় সীমান্তে ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক তসলিম এহসান, পিএসসি।


এএইচ/আরআর-০৩