জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৬, ২০২১
১১:১৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
১২:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহকে তিন মাসের মাথায় উপজেলা থেকে বদলি করা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের অভিযোগ না থাকার পরও হঠাৎ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ বদলির বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি ও সচেতন মহল।
সোমবার (৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অনেকেই অস্বাভাবিক এই বদলি নিয়ে নানা ক্ষোভের কথা তুলে ধরেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ইউএনও পদ্মাসন সিংহের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভার উদ্বৃতি দিয়ে জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায় জানান, মাত্র তিন মাস এ উপজেলায় দায়িত্বপালন করে ইউএনও প্রশংসিত হয়েছেন। এ অবস্থায় তার বদলি কেউ মেনে নিতে পারছেন না। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সবাই তার কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করে প্রশংসার পাশাপাশি অল্পদিনে বদলিতে ক্ষোভ প্রকাশ করেছেন।
জগন্নাথপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার বলেন, একজন ভালো মানুষ ও ভালো কর্মকর্তা হিসেবে তিন মাস দায়িত্বপালনে ইউএনও তা প্রমাণ করেছেন। জগন্নাথপুরের মানুষ তাকে স্মরণ রাখবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, অল্প সময়ে এমন বদলি সত্যি বেদনাদায়ক। তিনি তার দায়িত্বপালনে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। আমরা তার কাজের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা প্রদান করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সরকারি চাকরি বদলিযোগ্য। তাই আদেশ মেনে আমি নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছি। জগন্নাথপুর উপজেলা পরিষদের পক্ষে সংবর্ধনা দিয়ে আমাকে সন্মানিত করায় আমি তাদের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন মেহেদী হাসান। চলতি বছরের ৩১ মে তিনি পদোন্নতি নিয়ে বদলি হলে ১ জুন ইউএনও হিসেবে যোগদান করেন পদ্মাসন সিংহ। গত ১ সেপ্টেম্বর দায়িত্বপালনকালীন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে সুনামগঞ্জের জেলা প্রশাসকের পেজ থেকে সাজেদুল ইসলামকে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান দেখানো হয়।
এএ/আরআর-০৫