ধর্মপাশায় আ.লীগের দুইপক্ষের পৃথক স্মরণ সভা

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ০৭, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
১২:৩১ পূর্বাহ্ন



ধর্মপাশায় আ.লীগের দুইপক্ষের পৃথক স্মরণ সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবীরের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুইপক্ষের নেতাকর্মীদের উদ্যোগে পৃথক স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম নাজিম উদ্দিন আল আজাদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান শাহ ফখরুল ইসলাম ফিরোজ, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি সাফায়াত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রয়াত আলমগীর কবীরের কনিষ্ঠ কন্যা জেমিন কবীর পূণ্য প্রমুখ।

অপরদিকে, একই সময়ে উপজেলার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত আলমগীর কবীরের ছোটভাই জুবায়ের পাশা হিমু, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান শেলী, নূরুল হুদা মুকুল, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক সুলতান উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম আর খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রেজা চৌধুরী, জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌতম সরকার,   ধর্মপাশা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন প্রমুখ।


এসএ/আরআর-০৯