হবিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৭, ২০২১
০৯:৪১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
১২:২১ অপরাহ্ন
হবিগঞ্জের ৩টি বড় রেস্তোরাঁকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ভেজালবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাধবপুরের হোটেল হাইওয়ে ইন এর স্বত্বাধিকারী মো. ইউসুফকে ৫০ হাজার টাকা, মাধবপুরের নয়াপাড়াস্থ হোটেল আল আমিনের ম্যানেজার মানিক লালকে ৩০ হাজার টাকা এবং বাহুবলের বাঁশপাতা রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী নাসিরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সিপিসি-১ হবিগঞ্জের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
এস আর/বি এন-১০