মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সভা

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ০৭, ২০২১
১১:০৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
১১:০৮ অপরাহ্ন



মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষে প্রতিষ্ঠানটির সার্বিক মানোন্নয়নে লক্ষ্যে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি এ সভার আয়োজন করে।

সভায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়া, পাঠদান, শহীদ মিনার পুনঃসংস্কার, ফলদ, বনজ ও ঔষধি গাছের ১০০টি চারা রোপণ করাসহ প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মো. মুনতাসির হাসান সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, প্রভাষক নির্মল চন্দ্র সরকার, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি ও মধ্যনগর বি.পি হাইস্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোস্তাক আহমেদ প্রমুখ।


এসএ/আরআর-০৪