জগন্নাথপুরে গণটিকা নিলেন ৫ সহস্রাধিক মানুষ

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ০৭, ২০২১
১১:৫০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২১
১১:৫০ অপরাহ্ন



জগন্নাথপুরে গণটিকা নিলেন ৫ সহস্রাধিক মানুষ

সুনামগঞ্জের জগন্নাথপুরে গণটিকাদান কর্মসূচির ১ম দিনে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৬৮ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইনে জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মোট ২৭টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে ২০০ জন করে মোট ৫ হাজার ৬৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে প্রথম ধাপে ২৭টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ জনের মাঝে সিনোফার্মের টিকা প্রদান করা হয়েছিল। আজ ৫ হাজার ৬৮ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। অবশিষ্ট যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি, তারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।


এএ/আরআর-০৭