জগন্নাথপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ০৮, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের অভিযানে গরু চুরির মামলায় ৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ৪টি গবাদিপশু।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গরুসহ আটককৃতদের দিরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের ওয়াহিদ উল্লা (৭২), কালা শাহ (১৮), সাহিদ আলী (২৫) ও দিরাই উপজেলার জগদল গ্রামের সাজিদুর রহমান (২৫)।
পুলিশ জানায়, গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ দিরাই থানায় দায়েরকৃত গরু চুরির মামলার ওই ৪ আসামিকে গ্রেপ্তার করে। অভিযানকালে ৪টি চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাফায়েত জানান, গরু চুরির মামলার আটককৃত আসামিদের চোরাই গরুসহ দিরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএ/আরআর-০৯