সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৮, ২০২১
০৬:২৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
০৬:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ও শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ থানার মো. আলাউদ্দিন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ পুলিশ লাইন্সের মিলনায়তনে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হায়াতুন-নবী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, আবু সাঈদ, পারভেজ আলম চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে জেলার শ্রেষ্ঠ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা শান্তিগঞ্জ থানার (ওসি) কাজী মোক্তাদির হোসেন ও শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক শান্তিগঞ্জ থানার মো. আলাউদ্দিনকে নির্বাচিত করা হয়।
স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সুনাগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, আবু সাঈদ, পারভেজ আলম চৌধুরী প্রমুখ।
এস টি/বি এন-০২