শান্তিগঞ্জে বিয়ের আশ্বাসে কিশোরীকে 'ধর্ষণ', অভিযুক্ত আটক

শান্তিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:১৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:১৮ অপরাহ্ন



শান্তিগঞ্জে বিয়ের আশ্বাসে কিশোরীকে 'ধর্ষণ', অভিযুক্ত আটক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে এক কিশোরীকে (২২) ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে শান্তিগঞ্জ থানার পুলিশ।

এ ঘটনায় বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে অভিযুক্ত সোহাগ মিয়ার (২৮) বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

অভিযুক্ত সোহাগ মিয়া শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া (নোয়াগাঁও) গ্রামের নুর উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহাগ মিয়ার সঙ্গে একই গ্রামের ওই কিশোরীর ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সম্পর্কের সুবাদে অভিযুক্ত সোহাগ মিয়া বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীর সঙ্গে দৈহিক মেলামেশা করতে থাকেন। সর্বশেষ গত ১৯ আগস্ট রাত ১১টায় ওই কিশোরীর বসতঘরে ঢুকে অভিযুক্ত সোহাগ মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

অভিযোগে বলা হয়, এর আগেও কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন সোহাগ। সম্প্রতি সোহাগ মিয়া অন্যত্র বিয়ের প্রস্তুতি নিলে কিশোরী তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। এতে অভিযুক্ত যুবক প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শান্তিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আবু বকর বাকী বলেন, অভিযোগের ভিত্তিতে সোহাগ মিয়াকে আটক করে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেন।


এসটি/আরআর-০৫