সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৮, ২০২১
০১:১৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
০১:১৬ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সহসভাপতি ও প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত ১৬ আগস্ট তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।
বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমকালকে এ তথ্য জানিয়েছেন।
খন্দকার মাহবুব হোসেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চারবারের নির্বাচিত সভাপতি এবং দুইবার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিএ-০৮