‘ভঙ্গুর অবস্থায় দণ্ডায়মান গণতন্ত্রকে রক্ষা করতে হবে’

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:৪৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২১
১১:৪৭ অপরাহ্ন



‘ভঙ্গুর অবস্থায় দণ্ডায়মান গণতন্ত্রকে রক্ষা করতে হবে’

সিলেট জেলা বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এক ভঙ্গুর অবস্থায় দণ্ডায়মান। দেশ এক গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত, বিএনপি এবং গণতন্ত্র নস্যাৎ হলে দেশ এক ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে। তাই সব প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। সবাই মিলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। 

গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের মিশিগানের এক রেস্টুরেন্টে মিশিগান শাখা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে একান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়সল চৌধুরী আরও বলেন, অতীতে বহুবার প্রমাণিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ। একইসঙ্গে দেশের জনগণের জান-মালের নিরাপত্তা কেবল বিএনপি এবং তার অগণিত নেতাকর্মীরাই দিতে পারে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। সব দল, মত, পেশার মানুষদের নিয়েই সুন্দর সহমর্মিতার মাধ্যমে দেশ গঠন ও পরিচালনায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ।

মতবিনিময় সভায় মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর আশরাফ ইমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিশিগান স্টেইট বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ।


এছাড়া বক্তৃতা দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নছিরুল হক শাহীন চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জিলাল উদ্দিন চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রাজু তালুকদার, মোশাররফ হোসেন লিটু, শাহাদাত হোসেন মিন্টু, আলী ওয়াসিমুজ্জামান রনি, মাহফুজুল করিম জেহিন, মফিজুর রহমান শাহজাহান, নাজমুল হক কামাল, মারুফ হোসেন খান, কাদের আজাদ, আবুল কাশেম মূর্শেদ, নাজমুল হোসেন শোভন, মোস্তাকুর রহমান রুমন, সাফি আহমদ, নাঈম আহমদ প্রমুখ।

আরসি-১৫