সুনামগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৯, ২০২১
১১:০৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
১১:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জ র্যাব-৯ এর ভেজালবিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ র্যাবের অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।
জানা যায়, শহরের আলফাত স্কয়ার চত্বর এলাকায় সৌখিন ইলেক্ট্রনিক অ্যান্ড জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা, আনোয়ার মিষ্টান্নকে ১৫ হাজার টাকা, মাসুম ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং শংকর দেবকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ র্যাব-৯ এর লে. কমান্ডার সিঞ্চন আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন ও সিলেটের বিএসটিআই’র পরিদর্শক আব্দুল মতিন।
এএম/আরআর-০৬