জামালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৯, ২০২১
১১:১৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৯, ২০২১
১১:১৪ অপরাহ্ন
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন শাখা গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেহেলী গ্রামস্থ সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউনিয়ন শাখার আহ্বায়ক ননী গোপাল তালুকদার। সদস্য সুজিত রঞ্জন দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি পুর্ণেন্দু ঘোষ চৌধুরী। সভায় সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতিমণ্ডলীর সদস্য সুধাংশু রঞ্জন দে ও বীর মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র তালুকদার। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজীব বনিক, সহ-অর্থ সম্পাদক জানকীনাথ চৌধুরী, বেহেলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিলাল দাস, রাউল পুরকায়স্থ, বিপ্রেশ দাস, কাজল পাল অসীম তালুকদার, রামলাল দাস, ললিতমোহন দাস প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ননী গোপাল তালুকদারকে সভাপতি, রামলাল দাস ও ললিতমোহন দাসকে সহ-সভাপতি, সুজিত কুমার দাসকে সাধারণ সম্পাদক, অসীম তালুকদারকে সহ-সাধারণ সম্পাদক, অমরেন্দ্র ভট্টাচার্য্যকে সাংগঠনিক সম্পাদক, বাদল তালুকদারকে সহ-সাংগঠনিক, রামেন্দু তালুকদার দেবলকে অর্থ সম্পাদক, বিশ্বজিত দাসকে সহ-অর্থ সম্পাদক, অ্যাডভোকেট শুভেন্দু দাসকে আইন বিষয়ক সম্পাদক এবং রাহুল পুরকায়স্থকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করে তিন বছর মেয়াদী ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিআর/আরআর-০৭