তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২১
০১:০৬ পূর্বাহ্ন
ঢাকার মিরপুর থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ লেকে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছেন রাগিব আহমেদ সায়েম (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফয়েজ নুরী হাসান পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত সায়েম ঢাকার মিরপুরের কাজীপাড়া এলাকার ফরহাদ আহমেদের ছেলে এবং ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকার মিরপুর থেকে ১৮ জনের একটি ট্যুরিস্ট গ্রুপ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণে আসে। বিকেলে সায়েমসহ গ্রুপের বাকি সদস্যরা শহীদ সিরাজ লেকের পানিতে সাঁতার কাটতে নামেন। এ সময় সবার পরনে লাইফ জ্যাকেট ছিল। সাঁতার কাটা শেষে সায়েমসহ গ্রুপের সদস্যরা লেকের পাড়ে উঠে আসেন। পরে সায়েম তার লাইফ জ্যাকেটে লেগে থাকা ময়লা পরিষ্কার করার জন্য দ্বিতীয়বার লেকের পানিতে নেমে ডুবে যান এবং নিখোঁজ হোন। ঘণ্টাখানেক পর সায়েমকে লেকের পানিতে ভেসে উঠতে দেখতে পান গ্রুপের বাকি সদস্যরা। পরে তারা সায়েমকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার বলেন, এক পর্যটক লেকের পানিতে ডুবে মারা গেছেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এএইচ/আরআর-০৯