মাধবপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২১
১১:৪৪ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
১১:৪৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে বিজয় পাঠান (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু বিজয় পাঠান স্থানীয় বাসিন্দা লিটন পাঠানের ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বিজয় তার আত্মীয়ের বাড়িতে একটি রিকশার গ্যারেজে খেলাধুলা করছিল। ওই সময় গ্যারেজের ভেতরে একটি রিকশা চার্জে লাগানো ছিল। চার্জে লাগানো ওই রিকশার স্পর্শে এলে শিশুটি বিদুৎস্পৃষ্ট হয়। দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় চন্দ্র পাল শিশু বিজয়কে মৃত ঘোষণা করেন।
ওএম/আরআর-০৭