শায়েস্তাগঞ্জে খালে মিলল নারীর লাশ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৩, ২০২১
১০:৩৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২১
১০:৩৫ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে খালে মিলল নারীর লাশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খাল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বরমপুর গ্রামের আদুরি ব্রিকফিল্ডের পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, ওই খালে ভাসমান অবস্থায় এক নারীর (৪০) লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোরশেদ আলম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এখন পর্যন্ত মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছি কেউ তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে। যদিও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


এসডি/আরআর-০২