মাধবপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২১
০৭:০৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০৭:০৮ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রাম থেকে রাকিবুল হাসান সজিব (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রাকিবুল হাসান সজিব পুরাইকলা গ্রামের মো. জামসেদ মিয়ার ছেলে।
সজিবের পিতা জামসেদ মিয়া জানান সোমবার সকালে ঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস লেগে সে আত্মহত্যা করে।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, কি কারনে সজিব মারা গেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
ও এম/বি এন-০১