হবিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২১
০৯:২৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২১
০৯:২৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মোশারফ চৌধুরী (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবক প্রতাপপুর গ্রামের আব্দুর রহমান চৌধুরীর ছেলে।
সোমবার (২০ সেপ্টেম্বর) ভাসমান অবস্থায় নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গতকাল রবিবার সকালে উপজেলার প্রতাপপুর এলাকার পার্শ্ববর্তী রত্না নদীতে নৌকা দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বিসয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে একটি ভাসমান লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
এস আর/বি এন-১০