শায়েস্তাগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২২, ২০২১
০৫:৪১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০৫:৪১ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 শায়েস্তাগঞ্জে বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার আইনে ২ প্রতিষ্ঠান কে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম। 

এ সময় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/১৭ ধারা এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১/৫২ ধারায় ড্রাইভার বাজারের মায়ের দোয়া বেকারি কে ৩৫ হাজার টাকা, পুরানবাজার এলাকার রিনা জুস ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের পরিদর্শক মো. পারভেজ মিয়া।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন , বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি টিম।

এস ডি/ বি এন-১০