মাধবপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২১
১০:২৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
১০:৩০ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া ও মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, মীরনগর গ্রামের ইউসুফ মিয়ার শিশু মেয়ে মরিয়ম (২) দুপুরে খেলতে গিয়ে পাশে ডোবার মধ্যে পড়ে যায়। স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একইদিন বিকেলে হাড়িয়া গ্রামের ফয়সল মিয়ার ছেলে হাসান মিয়া (৫) অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় হাসান কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ও এম/বি এন-১৪