হবিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২১
০২:৫১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০২:৫১ অপরাহ্ন
হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছেন বড় ভাই ও তার পরিবারের লোকজন। নিহতের নাম সঞ্জব আলী (৪২)। তিনি পইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় তার বড় ভাই তৈয়ব আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জব আলী ও তার বড় ভাই তৈয়ব আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তৈয়ব আলী ও তার পরিবারের লোকজন সঞ্জব আলীকে পিটিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় রাতে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর সঞ্জব আলীকে বাড়িতে নিয়ে গেলে বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে তার অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিকভাবে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল (সদর সার্কেল) বিষয়টি নিশ্চিত করে জানান, সঞ্জব আলীর মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের বড় ভাই তৈয়ব আলীকে আটক করা হয়েছে।
বিএ-১৩