খেলা ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২১
০৬:৩৭ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২১
০৬:৩৭ পূর্বাহ্ন
ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়রথ ছুটছেই প্যারিস সেন্ট জার্মেইনের(পিএসজি)। বুধবার রাতের ম্যাচে মেৎজকে ২-১ হারিয়ে লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। তবে মেৎজের মাঠে জয়টা মোটেও সহজ ছিল না পিএসজির।
হাঁটুর চোটে দলে ছিলেন না লিওনেল মেসি। নেইমার-এমবাপ্পে-ইকার্দি ত্রয়ীও ছিলেন না চেনা ছন্দে। ম্যাচের শুরুতে দলকে লিড এনে দেন হাকিমি। তবে ম্যাচের ৩৯ মিনিটে মেৎজকে সমতায় ফেরান কিকি কোওয়াতে। সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।
বিরতির পর টানা আক্রমণ চালায় পিএসজি। তারপরেও গোলের দেখা পাচ্ছিল না নেইমার-এমবাপ্পে-ইকার্দিরা। অবশেষে ৯০ মিনিটের পর যোগ করা সময়ের শেষ মূহুর্তে গোল করে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন হাকিমি।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে, ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে মেৎজ।
এএন/০২