নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২৪, ২০২১
০৯:৫৮ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২১
১১:০৯ পূর্বাহ্ন



নবীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রাম থেকে মাসকুদ মিয়া (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)  রাতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে। মাকসুদ ওই গ্রামের মানিক উল্লাহর পুত্র। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত গ্রামের মাকসুদ অন্যান্য দিনের মত দুপুরের খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে।

বিকেলে তার স্বজনরা তাকে ঘরে না পেয়ে আশপাশের খোঁজাখুঁজির এক পর্যায়ে বসত ঘরের বিপরীতে বাংলো ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এ এইচ/বি এন-১০