আমরা উন্নয়নের অগ্রযাত্রার পথে হাঁটছি : পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ২৫, ২০২১
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২১
০৭:২২ অপরাহ্ন



আমরা উন্নয়নের অগ্রযাত্রার পথে হাঁটছি : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলা করে আমরা আবারও উন্নয়নের অগ্রযাত্রার পথে হাঁটছি। শেখ হাসিনার নেতৃত্বে গ্রামের অসহায় খেটে-খাওয়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান উন্নয়ন বৈষম্য দূর করে সুবিধাবঞ্চিত মানুষকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গভীর নলকূপ ও স্যানেটারি ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনা স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রউফ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সেক্রেটারি রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানী।

এরপর বিকেলে পরিকল্পনামন্ত্রী উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন মিয়া স্মরণে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুল মজিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফররুখ আহমদ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, প্রতাপ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, প্রয়াত আলা উদ্দিনের ভাই আপ্তাব মিয়া প্রমুখ।

এছাড়াও পরিকল্পনামন্ত্রী পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের কাজ পরিদর্শন এবং এলজিইডি কর্তৃক ৪ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য রানীগঞ্জ হলিকোনা ভায়া স্বজনশ্রী সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এএ/আরআর-০১