ধর্মপাশায় ১৪ হাজার প্যাকেট নকল বিড়ি ধ্বংস

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ২৫, ২০২১
০৭:৩২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন



ধর্মপাশায় ১৪ হাজার প্যাকেট নকল বিড়ি ধ্বংস

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জব্দকৃত ১৪ হাজার প্যাকেট নকল বিড়ি শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদ, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী, মধ্যনগর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।

উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত ২৪ আগস্ট এই ১৪ হাজার নকল বিড়ি জব্দ করেছিলেন ইউএনও মো. মুনতাসির হাসান। পরে জব্দকৃত এসব নকল বিড়ি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।


এসএ/আরআর-০৩