ধর্মপাশা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২১
১১:৫৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২১
১১:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ পূর্ব বাজার থেকে উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামের সামনের সড়ক পর্যন্ত ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে এলজিইডির অধীনে দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহির মিয়া, সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আবদুল বারেক, উপজেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মোহন, এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মুন্সী, ঠিকাদার মাঈন উদ্দিন প্রমুখ।
এসএ/আরআর-০৩