জগন্নাথপুরে সড়কের মাটি কেটে ফেলার অভিযোগ

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ২৭, ২০২১
১১:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২১
১১:৩৫ অপরাহ্ন



জগন্নাথপুরে সড়কের মাটি কেটে ফেলার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে জনসাধারণের যাতায়াতের একটি সড়কের মাটি জোরপূর্বক কেটে সড়কটি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ সময় ইউএনও কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রতিবাদকারীরা।

এলাকাবাসী লিখিত অভিযোগে উল্লেখ করেন, উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা নুরবালা গ্রামের বাসিন্দারা লাউতলা পশ্চিম গাংপাড় সড়কটিকে যাতায়াতের সড়ক হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছেন। ২০০৬, ২০১৮ ও ২০২১ সালে সরকারি অনুদানে সড়কে মাটি ভরাটের কাজ শেষ হয়। পরে এলজিইডি'র ইনভেন্টরিতে সড়কটি নথিভুক্ত হয়। গত ২১ সেপ্টেম্বর একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিনের নির্দেশে গ্রামের জুনেল মিয়া ও দিলু মিয়াসহ ১৫/২০ জনের একটি দল জোরপূর্বক মাটি কেটে সড়কের ব্যাপক ক্ষতিসাধন করে। 

জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


এএ/আরআর-০৫