মাধবপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২১
০৬:২৮ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১
০৬:৩৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে ‘তথ্য আমার অধিকার জানা আছে কি সবার’ এ প্রতিপ্রাদ্য বিষয় সামনে নিয়ে এবার তথ্য অধিকার দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মানিক, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, কৃষিকর্মকর্তা মো. আল মামুন হাসান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, রোকন উদ্দিন লস্কর, আলা উদ্দিন, আয়ুব খান, অলিদ মিয়া, মিজানুর রহমান, জামাল মো. আবু নাছের রাজিব দেব রায় প্রমূখ।
সভায় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ও এম/বি এন-০১