তাহিরপুরে মোবাইলের দোকানে চুরি

তাহিরপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ২৮, ২০২১
০৭:৫১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১
০৮:০০ অপরাহ্ন



তাহিরপুরে মোবাইলের দোকানে চুরি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে একটি মোবাইলের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

এ সময় অ্যান্ড্রয়েড মোবাইল, মেমোরিকার্ড ও এলইডি টিভিসহ প্রায় সাড়ে নয় লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি দোকান মালিকের। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার বাদাঘাট বাজারের রাসেল টেলিকম'র দোকানে এ চুরির ঘটনা ঘটে। এদিকে চুরির ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

দোকানের মালিক জহিরুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে বাজারের নিরাপত্তা কর্মীরা দোকানের চুরির ঘটনাটি জানান। খবর পেয়ে দোকানে এসে দেখতে পাই, সাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানে রাখা বিভিন্ন ব্রান্ডের ৮৫টি অ্যান্ড্রয়েড ফোন, শতাধিক মেমোরিকার্ড ও একটি এলইডি টিভি চুরি হয়। পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে চুরির ঘটনাটি জানাই।

বাদাঘাট বাজারের মোবাইল ব্যবসায়ী জাকির হোসেন জানান, গত ডিসেম্বরে আমার দোকানের টিন কেটে ২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল চুরি হয়। এমন চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা উদ্বিগ্ন।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।


এ এইচ/বি এন-০৫