তাহিরপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২১
০৯:১৯ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১
০৯:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খাসতাল চরগাঁও এলাকা থেকে ওই চার যুবককে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন।
প্রসঙ্গত, সোমবার দিবাগত রাতে উপজেলার বাদাঘাট বাজারের রাসেল টেলিকম নামের দোকানে একটি চুরির ঘটনা ঘটে। যা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে চুরির ঘটনাটি জানালে পুলিশ অভিযানে নেমে ওই চার যুবককে আটক করে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন জানান, ক্লোজ সার্কিট ক্যামেরার সূত্র ধরে ওই চার যুবককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ এইচ/বি এন-০৮