জামালগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২১
১০:০৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১
১০:০৮ অপরাহ্ন
জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম।
পুলিশ উপ পরিদর্শক লিটন রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার, সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, ডিএসবির সাব ইন্সপেক্টর ইয়াসিন মুন্সি, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের গণসংযোগ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন রামপুর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মনোব্রত চক্রবর্ত্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সৈকত ঘোষ চৌধুরী, ফেনারবাঁক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সিন্ধু ভ‚ষণ তালুকদার, বেহেলী ইউনিয়ন সভাপতি সুবোধ তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি চন্দন রায়, সাচনা বাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, সাচনা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলু দেবনাথ, বহেলী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতিলাল দাস, ভীমখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম রায়। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলার ৫২টি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সমাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
বি আর/বি এন-১০