জানালার গ্রিল ভেঙে চোরকে নিয়ে গেল স্বজনরা

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ৩০, ২০২১
১১:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
১১:২৪ অপরাহ্ন



জানালার গ্রিল ভেঙে চোরকে নিয়ে গেল স্বজনরা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের পেছনে থাকা নতুন ভবনের কাজের জন্য সেখানে রাখা ইট থেকে দুই শতাধিক ইট চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় আনফর আলী (৪৫) নামের এক ইট চোরকে আটক করেন ওই বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষে থাকা ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা। আনফর আলীর বাড়ি উপজেলার জলুষা গ্রামে। গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে সেখানে আটক থাকা আনফর আলীকে নিয়ে গেছেন তার স্বজনরা।

এতে বাধা দেওয়ায় নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রী মো. হযরত আলী (৩৮) আহত হয়েছেন। তার বাড়ি পাশের জেলা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বামেরচর গ্রামে। এ ঘটনায় আহত ওই রাজমিস্ত্রী বাদী হয়ে আনফর আলীসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মধ্যনগর থানায় বৃহস্পতিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

নির্মাণাধীন ভবনের কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক ও থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চামরাদানী ইউনিয়নের জলুষা শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দুই তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের কাজ বছরখানেক ধরে চলছে। ভবনটির কাজের ঠিকাদার আলমগীর কবীর নতুন ভবনের কাজের জন্য ইট, বালু ও পাথর এনে বিদ্যালয়ের পুরোনো ভবনটির পেছনে রেখেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে সেখান থেকে দুই শতাধিক ইট চুরি করে নৌকাযোগে নিয়ে যাওয়ার সময় চেষ্টাকালে ঠিকাদারের শ্রমিকরা ইট চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনফর আলীকে আটক করেন। ঘটনাটি মধ্যনগর থানার ওসিকে মুঠোফোনে জানিয়ে ইট চুরি করা ব্যক্তিকে ভবনের কাজের শ্রমিকরা বিদ্যালয়ের পুরোনো ভবনের একটি কক্ষে আটক করে রাখেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বিদ্যালয়টির পুরোনো ভবনের একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে সেখানে আটক থাকা আনফরকে নিয়ে যান তার স্বজনরা। এতে বাধা দিলে ঠিকাদারের নিয়োজিত শ্রমিক মো. হযরত আলীকে রড দিয়ে আঘাত করা হয়। এতে তিনি আহত হন। তিনি সাময়িক চিকিৎসা নিয়েছেন।  

এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তি চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের বাসিন্দা আনফর আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন, এ ঘটনায় একটি অভিযোগ আমি পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসএ/আরআর-০১