শান্তিগঞ্জে বাড়িঘর ভাঙচুর, নারীসহ আহত ৩

শান্তিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০১, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০১, ২০২১
১২:১৮ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে বাড়িঘর ভাঙচুর, নারীসহ আহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও নারীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ পূর্ব হাটি গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী কল্পনা বেগম (৩৫), হুমায়ুন আহমদের স্ত্রী জমিরুন নেছা (৩০) ও মৃত শামছুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬)। গুরুতর আহত অবস্থায় কল্পনা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গনিগঞ্জ গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, বিগত ১ বছর যাবৎ তার বোনের ক্রয়কৃত বসতবাড়িকে কেন্দ্র করে একই গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে ফয়জুর রহমান ও মৃত ইরফান আলীর ছেলে জিয়াউর রহমানরা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমিরুন নেছা ও জাহাঙ্গীর আলমের বসতঘর ও দোকানঘরে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন ফয়জুর রহমান ও জিয়াউর রহমান গংরা। ভাঙচুরের একপর্যায়ে মারধর করে জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী এবং অন্য এক নারীকে আহত করা হয়। দোকানের মালামাল ও বসতঘরের কাপড়-চোপড় ও ফার্নিচার ফেলে দেওয়ার পাশাপাশি দোকানের ড্রয়ার ভেঙে সেখানে থাকা ৮০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। একই বিষয়ে গত ২ সেপ্টেম্ভর জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই আলমগীর হোসেনের বাম পা ভেঙে দিয়েছিল প্রতিপক্ষের লোকজন।

জাহাঙ্গীর আলম আরও জানান, প্রতিপক্ষের লোকজন খুবই প্রভাবশালী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। থানায় মামলা দিয়ে কোনো কাজ হয় না। এ কারণে এই ভাঙচুর ও লুটপাটের বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রতিপক্ষের ফয়জুর রহমান হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন বলে, এ বিষয়ে আমার কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এসটি/আরআর-০৬