মাধবপুর প্রতিনিধি
অক্টোবর ০১, ২০২১
০৮:২২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০১, ২০২১
০৮:২৭ পূর্বাহ্ন
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে হাইওয়ে পুলিশের অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।
আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুরে মহাসড়কের শাহজিবাজার মাজার গেইট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় সচেতন নাগরিকের সহায়তায় মহাসড়ক সংলগ্ন বিপজ্জনক স্থানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেন।
অবৈধ দোকান ঘর গুলোর জন্য সড়কের এক পাশ থেকে অন্য পাশ দেখা যেত না এবং পার্শ্ব রাস্তায় চলাচলকারী যানবাহন দূর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনার কথা চিন্তা করে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বলে ওসি মো. মাঈনুল ইসলাম জানিয়েছেন।
ও এম/বি এন-০৫