মাধবপুরে সংখ্যালঘুর জায়গা দখলের চেষ্টার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি


অক্টোবর ০২, ২০২১
০৫:৩০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৫:৪২ পূর্বাহ্ন



মাধবপুরে সংখ্যালঘুর জায়গা দখলের চেষ্টার অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরে সংখ্যালঘুর জায়গা দখলের চেষ্টা ও হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। 

আজ শনিবার (২ অক্টোবর) সকালে মাধবপুর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শহরের নোয়াগাঁও গ্রামের মৃত হরিচরণ পালের ছেলে  হরিলাল পাল। 

তিনি লিখিত বক্তব্যে বলেন, তিনি তার জায়গায় গত ৩০ সেপ্টেম্বর সকালে  কাজ করার সময় পৌর সভার নোয়াগাঁও গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. আইয়ুব আলী , আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের মৃত শের আলীর পাঠানের ছেলে বাবুল পাঠান  পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত শাহ হাসিম মিয়ার ছেলে  শাহ্ মো. ইদন সহ অজ্ঞাত আরো ৪/ ৫ জন লাঠিসোটা নিয়ে তাকে মারতে আসে। তারা জোরপূর্বক তার জায়গা দখল করবে বলে হুমকি দেয়। তাদের হুমকিতে হরিলাল পাল আতংকে দিন কাটাচ্ছেন। 

এ ঘটনায় তিনি প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

ও এম/বি এন-০২