শায়েস্তাগঞ্জে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০২, ২০২১
০৭:০০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৭:০১ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের  শায়েস্তাগঞ্জে ২৪ বোতল ভারতীয় মদ সহ সাগর আহমেদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার দেউন্দি সড়কে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত সাগর আহমেদ হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার টেকেরঘাট এলাকার সাদেক মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির  সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বি এন -০৭