শান্তিগঞ্জে প্রতিবন্ধী হতদরিদ্রদের মাঝে পরিকল্পনামন্ত্রীর ত্রান বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৩, ২০২১
০৯:২৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২১
০৯:৩৪ অপরাহ্ন



শান্তিগঞ্জে প্রতিবন্ধী হতদরিদ্রদের মাঝে পরিকল্পনামন্ত্রীর ত্রান বিতরণ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। 

রবিবার(৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রান বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় শান্তিগঞ্জ উপজেলার করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০জন প্রতিবন্ধী ও ৫০ জন হতরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল, ডাল, লবন ও তেল বিতরণ করেন।  

ত্রান বিতরণ কালে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুনুর রশীদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সকিনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূইয়া প্রমুখ।

এস টি/বি এন-১২