ধর্মপাশা প্রতিনিধি
অক্টোবর ০৪, ২০২১
০৯:০৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২১
০৯:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজকে এইচএসসির পরীক্ষার নতুন পরীক্ষা কেন্দ্র হিসেবে বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৩০ সেপেম্বর সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো.কবির আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গতকাল রবিবার (৩অক্টোবর) ওই প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে।
এর আগে এ উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ও ধর্মপাশা সরকারি কলেজে এইচএসসির পরীক্ষা কেন্দ্র ছিল।
মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটিকে এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র হিসেবে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এতে এখানকার বংশীকুণ্ডা কলেজ, লায়েছ ভূইয়া হাইস্কুল এন্ড কলেজ এবং মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এই তিনটি প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীদের দূরে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য দুর্ভোগে পোহাতে হবে না।
এস এ/বি এন-০৯