শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৫, ২০২১
০৭:৫৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২১
০৭:৫৮ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত সোমবার (৪ অক্টোবর) শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি কাগজে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান রাসেল জানান, ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যেই কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেজন্য যারা শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশী তাদেরকে আগামী ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে দলীয় কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য আহব্বান করা হয়েছে।
এস ডি/ বি এন-০৭