ধর্মপাশায় ৮ কেজি গাঁজা জব্দ, মাদক মামলায় স্বামী স্ত্রী কারাগারে

ধর্মপাশা প্রতিনিধি


অক্টোবর ০৬, ২০২১
০৭:৪৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২১
০৭:৪৩ অপরাহ্ন



ধর্মপাশায় ৮ কেজি গাঁজা জব্দ, মাদক মামলায় স্বামী স্ত্রী কারাগারে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের অভিযান চালিয়ে একটি বসতঘরের ভেতর থেকে  ৮ কেজি গাঁজা জব্দ করেছে।

এসময়  মো.আবদুল আজিজ (৪৭) ও মোছা.মনি আক্তার (৩৩) নামের দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো.মুনতাসির হাসান এই অভিযানে নেতৃত্ব দেন। ওইদিনই বিকেলে ওই দুজন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন,ধর্মপাশা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের  উত্তরবীর গ্রামের বাসিন্দা মো.আবদুল আজিজ একজন চিহিৃত মাদকব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছে।

তার স্ত্রী মোছা.মনি আক্তার তাঁর স্বামীকে এই মাদকব্যবসায় সহযোগিতা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ( (ইউএনও) মো.মুনতাসির হাসানের নেতৃত্বে মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার একদল আনসার সদস্য, ধর্মপাশা থানার একদল পুলিশ ও  সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো.খুরশীদ আলমসহ তাঁর কার্যালয়ের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে উপজেলার উত্তরবীর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী মো.আবদুল আজিজের বসতঘরে সমন্বিতভাবে অভিযানে যান।

এ সময় আবদুল আজিজের বসতঘরে থাকা খাটের নিচে পলিথিনে মোড়ানা দুটি প্লাস্টিকের বস্তায় রাখা আট কেজি  গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনকে আটক করে বেলা দুইটার দিকে ধরমপাশা থানায় নিয়ে আসা হয়। 

ইউএনও মো.মুনতাসির হাসান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শককে এ ঘটনায় নিয়মিত মামলা করা রুজু করার নির্দেশ দেন।

পরে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক খুরশীদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওইদিনই ধর্মপাশা থানায় একটি মামলা করেন। ওইদিন বিকেল পৌনে চারটার দিকে ওই দুজনকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী  বলেন,  এ ঘটনায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। জব্দ করা আট কেজি গাঁজার আনুমানিক মুল্য দুই লাখ ১০হাজার টাকা। মামলার আসামি দুজন সম্পর্কে স্বামী স্ত্রী। ওইদিনই আসামি দুজনকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এস এ/বি এন-০৮