মাধবপুরে চলন্ত মোটরসাইকেলে মৃত্যু চা শ্রমিক নেতার

মাধবপুর প্রতিনিধি


অক্টোবর ০৬, ২০২১
০৮:২৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২১
০৮:২৭ পূর্বাহ্ন



মাধবপুরে চলন্ত মোটরসাইকেলে মৃত্যু চা শ্রমিক নেতার

হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় বকুল পানতাতী (৫০) নামে এক চা শ্রমিক নেতার মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার নন্দকুমার পানতাতী'র পুত্র ও সুরমা চা বাগানের সাবেক পঞ্চায়েত।

লস্করপুর ভ্যালি সভাপতি রবিন্দ্র গৌড় জানান , বুধবার (৬ অক্টোবর) সকালে বকুল পানতাতি সাতছড়ী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করেন।

কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কিছুটা সুস্থ অনুভব করলে তিনি সেখান থেকে মোটর সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ নামক স্থানে আসার পর মোটরসাইকেল চলন্ত অবস্থায় তার আকষ্মিক মৃত্যু ঘটে।

ও এম/বি এন-১০