জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সভা

জামালগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৭, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৭, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন



জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সভা

জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টেবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, জামালগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি বিধান ভূষণ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, জামালগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র দেবনাথ প্রমুখ।

বিএ-০৩