ধর্মপাশা প্রতিনিধি
অক্টোবর ০৭, ২০২১
০৫:১৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২১
০৫:১৪ অপরাহ্ন
ক্যাবল ব্যবসার লাইসেন্স না থাকা ও সরকারি নির্দেশনা অমান্য করে বিদেশি নিষিদ্ধ চ্যানেল চালানোর দায়ে বিভিন্ন চ্যানেলের ৩০টি রিসিভার জব্দ করেছেন ভ্রামমাণ আদালত। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী পূর্ব পাড়া গ্রামের একটি ঘর থেকে এগুলো জব্দ করা হয়।
বুধবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান টের পেয়ে অবৈধভাবে ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িতরা ওই গ্রাম থেকে থেকে দ্রুত অন্যত্র সটকে পড়েন।
অভিযানকালে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, জয়শ্রী ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা নান্নু চক্রবর্তী, জয়শ্রী বাজারের ব্যবসায়ী আক্কাস মিয়া, আবুল বাশার প্রমুখ।
এসএ/আরসি-০৫